চকরিয়ায় কলেজ ছাত্র মোহাম্মদ মোরশেদকে গলাকেটে হত্যার ঘটনায় হত্যায় জড়িত সন্দেহে পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে ও আগের দিন সোমবার রাতে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন-চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনার ফিরোজ আহমদের ছেলে মহিউদ্দিন (২০), গোলাম রহমানের ছেলে হুমায়ুন কবির (২২) ও শিব্বির আহমদের মেয়ে নিলুফা আক্তার (১৭)। গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃতদের চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে তাদের ১৬৪ধারা জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
পাঠকের মতামত: