নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নুরুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছে।সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
আজ রবিবার সকাল ১১ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট নামক এলাকায় এ দুর্ঘটনায় পতিত হয়। ধারণা করা হচ্ছে নিহত নুরুজ্জামান আলীকদম তার নিজ বাড়ি ঘুমধুমে যাওয়ার পথে চকরিয়ার খুটাখালী এলাকায় সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে। তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও আইডি কার্ড সুত্রে নুরুজ্জামান আলীকদম নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী বলে নিশ্চিত করা গেছে।ঘুমধুম ইউপির চেয়ারম্যান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।
পাঠকের মতামত: