চকরিয়ায় পাঁচতলা ভবনের ছাদের কাজ করার সময় ওই ভবনের ওপর দিয়ে চলমান ৩৩ হাজার কে.ভি’র ভোল্টেজের (যেটি মিয়ানমারের সঙ্গে সংযুক্ত) বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ হলে আগুনে ঝলসে যাওয় নির্মাণ শ্রমিক জয়নাল আবেদীন শেষপর্যন্ত মারা গেলেন। চারদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
এর আগে গত ২৯ মে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের দুবাই প্রবাসী মনকির আলমের নির্মিতব্য ভবনের ছাদে কাজ করার সময় অসতর্কাবশত বিদ্যুতের তারে জড়ালে আগুনে ঝলসে যায় জয়নালের শরীরের সিংহভাগ অংশ। এ সময় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেন। মারা যাওয়া নির্মাণ শ্রমিক জয়নাল আবেদীন (২৩) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথাস্থ মাইজপাড়া গ্রামের আবদুর রহমানের পুত্র। দীর্ঘদিনের সহকর্মী রাজমেস্ত্রী রিয়াজ উদ্দিন নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা যাওয়ার বিষয়টি।
পাঠকের মতামত: