ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বসতবাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর শিশু ও মহিলাসহ আহত-৩, মালামাল লুটপাট

Chakaria. Picture 08-06-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :  কক্সবাজারের চকরিয়ায় বসতভিটা দখলে নিতে বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ওইসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা ইদ্রিছ আহমদ (৫৫), পুত্রবধু সাজেদা আক্তার (২২), নাতি আলপি মনি (২বছর)। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কাকারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বার আউলিয়ানগর এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।
অভিযোগে আক্রান্ত পরিবারের গৃহকর্তা ইদ্রিছ আহমদ জানান, বসতভিটার জায়গা নিয়ে তাদের সাথে স্থানীয় একটি পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে স্থানীয় মুসলিম উদ্দিন সোনা মিয়া, স্থানীয় মেম্বার এনামুল হক ও তাদের সহযোগি সাদ্দাম হোসেন, আমিন, সোনা মিয়া এবং ছুট্টোর নেতৃত্বে ১০-১২জনের সশস্ত্র দৃর্বৃত্তদল ঘটনারদিন ভোররাতে বসতভিটার জায়গা দখলে হামলা চালায়। ওইসময় তাদেরকে বাঁধা দিলে গৃহকর্তাসহ পরিবারের তিন সদস্যকে মারধর করা হয়। এতে এক শিশু আহত হয়েছে। ঘটনার সময় হামলাকারী দৃর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালিয়ে নগদ ৯৫হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন গৃহকর্তা ইদ্রিছ আহমদ। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।##

পাঠকের মতামত: