প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টার মাঠে সম্পন্ন হয়েছে। পৌরসভা পর্যায়ের এ খেলায় বালক ও বালিকায় উভয় গ্রুপে লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। পৌর মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী ও সিনিয়র উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের।
এসময় লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাস্টার কবির আহমদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ক্ষুদে খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পর্যায়ের পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন।
পাঠকের মতামত: