প্রকাশ:
২০২৪-০৭-০২ ২৩:৫৮:৪২
আপডেট:২০২৪-০৭-০৩ ০০:২২:৩৬
এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনে অবৈধ অস্ত্রের মাধ্যমে ঘের মালিক চাষীদের জিম্মি করে ঘের জবরদখল, মাছ ও মালামাল লুটপাট এবং ঘের কর্মচারীদের অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত মূলহোতাসহ চার জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ১০টি লম্বা বন্দুক। সোমবার দিবাগত রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার চিংড়িজোনে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কক্সবাজারের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এবিষয়ে আজ ২ জুলাই/২৪, দুপুরে কক্সবাজারে প্রেসবিফ্রিং করেছেন র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমাণ্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বিলুপ্তপ্রায় সুন্দরবন তথা চিংড়ি জোনে সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব ও লুটপাটের কয়েকটি ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ১৯ জুন দিবাগত রাতে চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ মৌজার গোলদিয়ায় ১০ একর বিশিষ্ট সাতটি ঘেরে (৭০ একর) হানা দেয় একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় তারা অন্তত শতাধিক ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে। অস্ত্রের মুখে ঘের কর্মচারীদের জিম্মি ও হাত-পা বেঁধে মারধর ও বিভিন্ন ভাবে নির্যাতন করে। এরপর ঘেরগুলো জবরদখলে নেয় সন্ত্রাসীরা।
তিনি বলেন, এ ঘটনার প্রেক্ষিতে সশস্ত্র সন্ত্রাসী ও ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে চিংড়িজোন এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযান তৎপরতা জোরদার করে র্যাব। এরইধারাবাহিকতায়
গতকাল সোমবার (১ জুলাই) দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৫ কক্সবাজারের এর একটি আভিযানিক দল যৌথভাবে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীর চিংড়িজোন এলাকায় অভিযান চালিয়ে দৈশীয় তৈরি অস্ত্রসহ চারজন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার আকবর আহমদ এর ছেলে বেলাল হোসেন (৪৫), তাঁর ভাই কামাল আহমদ (৩৮), আব্দুল মালেক (৩২) ও তাদের সহযোগী মৃত জহির আহমদ এর ছেলে নুরুল আমিন (৩৫)।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ১০টি আগ্নেয়াস্ত্র, ১২ বোর ৪০ রাউন্ড, ৭.৬২ মিঃ মিঃ ১০ রাউন্ড এবং ৭.৬৫ মিঃ মিঃ ২ রাউন্ড কার্তুজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চিংড়িজোনে ডাকাতি, চিংড়ি ঘের দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের পরিচালক (আইন ও গণমাধ্যম) কমান্ডার আরাফাত ইসলাম।
আরাফাত ইসলাম চকরিয়া নিউজকে আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। গ্রেফতারকৃত বেলাল, কামাল এবং মালেক আপন তিন ভাই। তারা চিংড়িজোনে অস্ত্রধারী ডাকাতদের নিয়ে “বেলাল বাহিনী” গড়ে তুলে মাছের ঘের দখল, লুটতরাজ, অপহরণসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।
এই বাহিনীর সশস্ত্র ডাকাত সংখ্যা ১৮ থেকে ২০ জন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ চকরিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল, চিংড়ি ঘের দখল, লবণের মাঠ ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
তাদের মধ্যে গ্রেফতারকৃত বেলালের বিরুদ্ধে ৯টি, তাঁর ভাই কামালের বিরুদ্ধে ৬টি, মালেক ও নুরুল আমিনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী চকরিয়া নিউজকে বলেন, উপজেলার চিংড়িজোন থেকে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বলে শুনেছি। তবে গতকাল রাত সাতটা পর্যন্ত তাদেরকে চকরিয়া থানায় পাঠানো হয়নি।
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: