ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেনটেটিভ নিহত

নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবু ছিদ্দিক (৩০) নামের মোটরসাইকেল আরোহী মেডিকেল রিপ্রেজেনটেটিভ নিহত হয়েছে।  আজ ৫ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়ার আজিজনগরের জাইল্যারঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছিদ্দিক বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির উপজেলা সদরের আদর্শ গ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, শনিবার সকালের দিকে নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল সাতকানিয়ার কেরানীহাটে যাচ্ছিল আবু ছিদ্দিক। আজিজনগরের জাইল্যারঢালা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যায় তিনি। এসময় ওই মোটরসাইকেলের পিছনে থাকা একটি কাভার্ড ভ্যানটি আবু ছিদ্দিককে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, আবু ছিদ্দিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় গাড়িটি জব্দ করা যায়নি।

পাঠকের মতামত: