ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কলেজ ছাত্র হত্যা মামলায় তরুণীসহ আটক ৩

চকরিয়া প্রতিনিধি :::
চকরিয়ায় কলেজ ছাত্র মোহাম্মদ মোরশেদকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত রবিবার রাতে তার বড় বোন মোর্শিদা বেগম বাদী হয়ে ৭জনকে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় দুইজন ও সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণীকে আটক করেছে।
আটক তিনজন হলেন-চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনা এলাকার ফিরোজ আহমদের ছেলে মহিউদ্দিন (২০), গোলাম রহমানের ছেলে হুমায়ুন কবির (২২) ও সবিবর আহমদের মেয়ে নিলুফা আক্তার (১৭)।
বাদী এজাহারে দাবী করেন, বড় ভাই খোরশেদ আলমের হত্যা মামলা প্রত্যাহার না করায় আসামি জালালের নেতৃত্বে মোর্শেদকে গলাকেটে হত্যা করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, কলেজ ছাত্র হত্যার ঘটনায় তার বড়বোন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহার নামীয় দুইজন ও জিজ্ঞাসাবাদের জন্য অপর এক তরুণীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আটক মহিউদ্দিন ও হুমায়ুনকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: