ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় আবাসিক হোটেল গুলোতে প্রশাসনের নজদারী না থাকায় বাড়ছে অসমাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

চকরিয়ায় পৌর শহরে গড়ে উঠা বেশ কিছু আবাসিক হোটেলে বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা। এর পাশাপাশি চলছে জমজমাট জুয়ার আসর। এ ধরণের অসমাজিক কার্যকলাপের বিরোদ্ধে কোন ধরণের ব্যবস্থা না নেয়ায় হোটেল গুলোতে রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন অসমাজিক কাজে লিপ্ত নারীরা বেপরোয়া ভাবে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদক ব্যবসাও চলছে। চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গায় প্রতিনিয়ত এসব অবৈধ কার্য়কলাপ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কোন প্রকারের মাথা ব্যথা নেই বললেও চলে।

খোজ নিয়ে জানা গেছে, চকরিয়া পৌর শহরের বেশ কিছু হোটেলের মধ্যে হোটেল ডি-ফোর, আল রহমান, শাহ বোর্ডিং, গ্রীণ ব্লু ও হোটেল গার্ডেন অন্যতম। চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের  কাউন্সিলর জানিয়েছেন, গত ২ জুন রাতে হোটেল ডি ফোর থেকে ছিনতাইকারী ধরতে গিয়ে দেখতে পান ওই হোটেলের প্রতিটি রুমে মহিলা আর মহিলা। পালাক্রমে হদ্দরা যাচ্ছে আর যাচ্ছে। এমন দৃশ্য দেখ তিনি হতভাগ হযে তৎকানিক চকরিয়া থানাকে অবগত করেছেন। বিষয়টি আজ করতে পেরে দ্রুত হোটেল ছেড়ে পালিয়ে যায় প্রায় অর্ধশত অসাধু মহিলা ও হদ্দর। তিনি জানান সামনে রমজান,  এ রমজানের পবিত্রতা রক্ষা করতে এসব অনৈতিক কাজ বন্ধ ও মাদক নির্মুল করতে সকলের এগিয়ে আসা দরকার। তিনি চকরিয়া পৌর শহরের হোটেলে গুলোতে অসমাজিক কার্যকলাপ ও তার ৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসা বন্ধ করতে আইনগত সহয়তা কামনা করছেন প্রশাসনের কাছ থেকে।

পাঠকের মতামত: