ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় অপ্রাপ্ত বয়স্ক রোহিঙ্গা কিশোরীকে বিয়ে করার অভিযোগে বিবাহিত ব্যক্তি আটক

এম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়ায় অপ্রাপ্ত বয়স্ক রোহিঙ্গা কিশোরীকে বিয়ে করার অভিযোগে পুলিশ ৪০বছর বয়সের বিবাহিত এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার বিকালে থানার এসআই কবির হোসেনসহ পুলিশের একটিদল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নিজপানখালী এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং তাকে বিয়ে করার অভিযোগে ফোরকান আহমদ নামের ওই ব্যক্তিকে আটক করেন। ফোরকান ওই এলাকার মৃত আবদুল করিমের ছেলে। অপরদিকে অপ্রাপ্ত বয়স্ক কিশোরী শওকত আরা মায়ানমারের বলিবাজার এলাকার ফকির আহমদের মেয়ে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই কবির হোসেন বলেন, স্বাধীন মঞ্চ নামের একটি সংগঠনের সমন্বয়ক তুহিনসহ স্থানীয় লোকজনের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নিজপানখালী এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও তাকে বিয়ে করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বলেন, তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি কিশোরীটি অপ্রাপ্ত বয়স্ক হলেও বাংলাদেশে আশ্রয়দাতা হিসেবে তার কেউ নেই। অপরদিকে বিয়ের অভিযোগে আটককৃত ব্যক্তি বিবাহিত হলেও অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। তারপরও বিষয়টির সুষ্ঠ সমাধানের লক্ষ্যে দুইজনকে রাতে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠানো হবে। এসআই কবির হোসেন বলেন, আদালত যেটি ভাল মনে করবেন, সেই নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #

পাঠকের মতামত: