ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

আহবায়ক সরওয়ার, সচিব ফজলুল করিম সাঈদি

চকরিয়ায জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার ৬ আগস্ট দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ আগস্ট চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
সভায় নেয়া সিদ্ধান্তে জানানো হয়েছে, উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম আহবায়ক ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি সদস্য সচিব মনোনীত হয়েছেন।

পাঠকের মতামত: