নিজস্ব প্রতিবেদক, মাতামুহুরী :: চকরিয়ার উপকুলে ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পরিবারে তুচ্ছ বিষয় নিয়ে হওয়া ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতকের হাতে নিহত ব্যক্তির নাম মো. হোছনগীর (৩৬)। তিনি বদরখালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায় মোহাম্মদ শরিফের ছেলে। ঘাতক ভাতিজা মো. ফোরাকান প্রকাশ কালু (১৭) হোছনগীরের বড় ভাই হাছানগীরের ছেলে।
স্থানীয়রা জানান, ওইদিন ঝশুক্রবার বিকালে হোছনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে রাত সাড়ে ৭টার দিকে বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে চাচা হোছনগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ভাতিজা ফোরকান। এতে গুরুতর হন ওই চাচা। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয়রা হোছনগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।’
পাঠকের মতামত: