ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ডিবির হাতে ৩৬ হাজার ইয়াবাসহ

চকরিয়ার দুই ইয়াবা পাচারকারী পটিয়ায় গ্রেফতার, মাইক্রোবাস জব্দ 

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পটিয়া উপজেলার কমল মুন্সির বাজার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম ৩৬ হাজার পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় পাচারকাজে জড়িত কক্সবাজারের চকরিয়া উপজেলার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক একাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম সেবা।
শুক্রবার বিকালে গোপন তথ্যের  ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স  কর্তৃক পটিয়া থানার কমল মুন্সিরহাট বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, শুক্রবার ১৭ জানুয়ারি দুপুরে মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযানের এক পর্যায়ে চেকপোস্টে একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে
দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিকান্দারপাড়া নুর হোসেনের বাড়ির নুরুল হোসেন এর ছেলে নাছির উদ্দিন ও একই এলাকার নুরুল আমিনের ছেলেররাশিফুল ইসলাম রাহুল।
ডিবির ওসি বলেন, গ্রেফতারকৃত দুইজনের স্বীকারোক্তি মতে, তাদের ব্যবহত মাইক্রোবাস গাড়ীর ভেতরের বাম পাশের দরজার মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা  ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজনসহ পাচারকারী চক্রের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: