শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের চকবাজার একটি কনভেনশন হল থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। চকবাজার থানার ওসি মো: জাহেদুল কবির তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইঁয়া জানান, উপজেলার সাহারবিল ইউপি’র চেয়ারম্যান নবী চৌধুরিকে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চকরিয়া থানাসহ জেলার বিভিন্ন থানা ও আদালতে ১৫টির বেশি মামলা রয়েছে। হত্যা, ডাকাতি, গরুচুরি, ইয়াবা, জবর দখল ও পুলিশ হত্যার চেষ্টার মামলা রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ বিভাগের সিএমপির এসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ নুরে আলম মাহামুদ বলেন, আইনী প্রক্রিয়া শেষে নবী হোছাইন চৌধুরীকে চকরিয়া থানায় হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত: