নিজস্ব প্রতিবরদক, চকরিয়া ::৷ মামলা সংক্রান্ত আইনী জটিলতার কারণে দীর্ঘদিন ধরে চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। এমন পরিস্থিতিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার অবশিষ্ট চার ইউনিয়ন পরিষদেও নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। রোববার ১০ ফেব্রুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন চকরিয়া উপজেলার কৈয়ারবিল, ঢেমুশিয়া, পুর্ববড় ভেওলা ও বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে চিঠি ইস্যু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান।
জেলা প্রশাসকের সই করা চিঠিতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোঃ এরফান উদ্দিন, পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ কর্মকর্তা এজেডএম মোছাদ্দেকুল ইসলাম নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চকরিয়া উপজেলার মোট ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬ ইউনিয়নে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও দুইটি ইউনিয়নে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান বরইতলী ইউনিয়নে মোহাম্মদ ছালেকুজ্জামান ও খুটাখালী ইউনিয়নে মাওলানা আবদুর রহমান বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।
সবর্শেষ প্রশাসক নিয়োগ দেওয়া চার ইউনিয়নের গুলোর মধ্যে কৈয়ারবিল ইউনিয়নে মক্কী ইকবাল হোসেন, ঢেমুশিয়া ইউনিয়নে মঈন উদ্দিন চৌধুরী, পুর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা আফরিন মুন্না এবং বমুবিলছড়ি ইউনিয়নে মনজুরুল কাদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পাঠকের মতামত: