ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযান,দেড়কোটি টাকার ইয়াবা উদ্ধার 

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

অাজ শনিবার সকাল ১০ টার দিকে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে।এসময় পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি বিস্কুটের কার্টুন ফেলে দৌঁড়ে পাহাড়ি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত কার্টুনের ভিতর হতে আনুমানিক ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করে (যার সিজার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা)।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

পাঠকের মতামত: