ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত: প্রধানমন্ত্রী

যমুনা : ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত থাকায় আলামত ধ্বংস করা হয়েছিল। ভয়াল সেই দিনের স্মরণে আয়োজিত সভায় আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগ করেন।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি।

এসময় তিনি বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোটের হামলার হাত থেকে শুধু আওয়ামী লীগ নয়, সেদিন বিদেশিরাও রক্ষা পায়নি। ঘটনা ধামাচাপা দিতে হামলার আলামত ধ্বংস করা হয়েছিল। প্রকৃত খুনীদের গ্রেফতার না করে সাজানো হয় জজ মিয়া নাটক।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পেছনেও জিয়া পরিবারের হাত ছিল বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বলেন, সকল ষড়যন্ত্র ছিন্ন করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

পাঠকের মতামত: