লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :: উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সমকাল
উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সমকাল
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গভীর রাতে পাহাড় কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
এ অপরাধে নাজিম উদ্দিন (৪০) নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। পরে তার বিরুদ্ধে মামলাও করা হয়। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার সাচি মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ শাহজাহান বলেন, আইন অমান্য করে পাহাড় কেটে ইটভাটায় মাটি বিক্রি করছিলেন নাজিম। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পাঠকের মতামত: