ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কাস্টমার নিয়ে বাকবিতন্ডা হোটেল মালিককে পিটিয়ে জখম 

কক্সবাজারের চকরিয়ায় খাবার হোটেলে কাস্টমার ডাকাডাকি নিয়ে বাকবিতন্ডার জেরে হেলাল উদ্দিন ওরফে হেলাল খান (৩৮) নামের এক হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের সুপার মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
আহত হোটেল মালিক হেলাল খান জানান, চকরিয়া পৌরশহরের সুপার মার্কেট এলাকায় সেতারে মদিনা নামে তার একটি হোটেল রয়েছে। অপর মার্কেটে দি কিং নামে একটি হোটেল রয়েছে।
শনিবার দুপুর ৩টার দিকে সেতারে মদিনার সিড়ি দিয়ে হোটেলে খাবার খেতে কাস্টমার উঠার সময় দি কিং হোটেলের  এক কর্মচারী ওই কাস্টমারদের টানাটানি শুরু করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে দি কিং হোটেলের মালিক রিদুয়ানুল হক রাত ৮টার দিকে সুপার মার্কেটের সামনে হেলাল উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে হামলার ঘটনার পর রাত ১১টার দিকে সেতারে মদিনা হোটেলে গিয়ে ৪-৫ জন যুবক ঘটনা নিয়ে আইনের আশ্রয় নিলে মালিকপক্ষকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করেছেন আহত হোটেল মালিক হেলাল।
আহত হেলাল জানায়, তিনি দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরে হোটেল ব্যবসা করে আসছেন। কারো সাথে কোন বিরোধ নেই। মার্কেটের দি কিং নামে একটি হোটেলের কর্মচারীরা গত দুই বছর ধরে আমার হোটেলে কাস্টমার আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে।
তাঁর উপর হামলার ঘটনায় চকরিয়া থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া বলেন, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

পাঠকের মতামত: