ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়াও রাজাকার: তথ্যমন্ত্রী

enooডেস্ক নিউজ :::
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া দেশে ফেরত আসুক, নির্বাচনী পরিকল্পনা দিক। কিন্তু তার আগে তাকে মানুষ পোড়ানোর জন্য, একাত্তরের খুনী, ৭৫’র খুনী ও রাজাকারদের সাথে সম্পর্ক ত্যাগ করার সিন্ধান্ত দিতে পারেন কিনা সেটা সরকার ভেবে দেখবে।
আজ সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়ার মাফ চাওয়ার কোন জায়গা নেই। তিনি বিচারের সম্মুখিন হবেন। বেগম খালেদা জিয়ার মুখে নির্বাচনের কোন ফতোয়া আমরা শুনতে চাই না। তিনি রাজাকার ও খুনিদের বর্জন করবেন কিনা সেটা জানতে চাই। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।

পাঠকের মতামত: