ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া ::  কুতুবদিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে পপি আক্তার নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।  মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বড়ঘোপ আজম কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

জানা যায়, মঙ্গলবার মাগরিবের আগে আজম কলোনী গ্রামের আবু বক্কর‘র স্কুল পড়ুয়া মেয়ে পপি আক্তার (১৪) ঘরের ধন্যার সাথে ওড়না বেধে গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। এসময় বাড়ির লোকজনেরা টের পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পপিকে ঝুলন্ত অবস্থায় দেখে।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে সন্ধ্যার পর আজম কলোনীতে গিয়ে কিশোরীর লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সকালে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

পপি আক্তার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য জানা যায়নি।

পাঠকের মতামত: