ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কারাগারে ঈদের জামাতে অংশ নেননি সাঈদী-বাবর

bdp_85454অনলা্ইন ডেস্ক :::

ঈদের দিনে দেশের প্রতিটি কারাগারেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মত এবারও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ঈদের জামাতে অংশ নেন বন্দিরা। তবে ব্যাতিক্রম ছিলেন কারাবন্দি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী। তারা জামাতে অংশ না নিয়ে দুজনেই একাকী নামাজ আদায় করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা জানান, সেখানে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি রানা ও ডেসটিনির মালিক মো. হোসেনসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে ঈদের দিন বন্দিদের নামাজ আদায় করার জন্য আলাদাভবে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

পাঠকের মতামত: