ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

এবার লামা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হক করোনায় আক্রান্ত

লামা প্রতিনিধি : কোন ধরণের উপসর্গ ছাড়াই এবার বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হকের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে, অর্থাৎ তার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চার জনে। শনিবার বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা। তিনি জানান, গত ১২ মে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ মোট ৩৭ জনের নমুনা দেয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়।

শনিবার (১৬ মে) বিকালে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। এদিকে রিপোর্ট পজেটিভ হলেও তার শরীরে কোন উপসর্গ দেখা যাচ্ছেনা। বর্তমানে সুস্থ আছেন তিনি। ১৪দিন পর পরীক্ষার জন্য আবারো তার নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্তের পর তাকে একটি আলাদা কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকী ৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় আক্রান্ত রাশেদা বেগম ২৩দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ী ফিরেন।

এছাড়া ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় আক্রান্ত দুই জন এখনো হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন।

এ বিষযে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এড়াতে স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হককে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৪ দিন পর্যন্ত তিনি ঘর থেকে বের হতে হবেনা কিংবা কেউ বাহির থেকে তার সংস্পর্শে যেতে পারবেন না।

পাঠকের মতামত: