ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে: ইসি সচিব

ডেস্ক নিউজ ::
রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। একই সঙ্গে তিনি বিপুল জয়ের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে আসনভিত্তিক ফলাফল ঘোষণা শেষে তিনি এ অভিনন্দন জানান।

ইসি সচিব বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর পরিবেশে ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনও এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ছোটখাটো অনিয়ম ব্যতীত নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য বড় ইভেন্ট। এই নির্বাচন জাতীয় জীবনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে এই নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

নির্বাচনি কার্যক্রমে সহযোগিতা ও বিপুল জয়ের জন্য তিনি আওয়ামী লীগকে অভিনন্দন জানান।

সংসদ নির্বাচনে ইভিএম চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারে প্রথমবারের মতো ৬টি আসনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করেছি। এতে অনেক মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহের পাশাপাশি ভীতিও ছিল। এটা নিয়ে বিতর্কও ছিল। আমরা সবকিছু অতিক্রম করে ইভিএম অত্যন্ত সফলভাবে ব্যবহার করতে পেরেছি। এই প্রযুক্তি আগামী যত নির্বাচন আসবে সেখানে আমরা ব্যবহার করব। প্রত্যন্ত এলাকা থেকে ফলাফল আনার কারণে আমাদের একটু দেরি হয়েছে। ভবিষ্যতে ইভএমে ফলাফল আর দ্রুত দেওেয়া হবে।’

সচিব বলেন, ‘আমাদের আরেকটি বড় দায়িত্ব হচ্ছে ফলাফলের গেজেট প্রকাশ করা।এই গেজেট প্রকাশ হলে তা মাননীয় স্পিকারের কাছে হস্তান্তর করব। তিনি এর পরবর্তী কার্যক্রম শুরু করবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

পাঠকের মতামত: