ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

উখিয়ায় মেধাবী ছাত্র শাহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

ড়ড়ড়ড়ড়ওমর ফারুক ইমরান, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও মেধাবী ছাত্র মোহাম্মদ শাহিন হত্যার ১১ দিন অতিবাহিত হলেও খুনিদের গ্রেফতার না করায় প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যুবলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা আরো বলেন, যারা শাহিনকে নির্মম ভাবে হত্যা করেছে, তাদেরকে প্রশাসন যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে উখিয়া-টেকনাফ সড়ক অচল করে দেওয়া হবে হুশিয়ারী উচ্চারণ করেন। স্থানীয় আইন শৃংখলা বাহিনীর ভূমিকা রহস্যজনক বলেও বক্তারা বলেন। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে উখিয়া উপজেলা তাঁতীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা গেইট থেকে শুরু হয়ে দক্ষিণ ষ্টেশন প্রদক্ষিণ করে সদর ষ্টেশনের থানা সামনে এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় তাঁতলীগের সমন্বয়কারী কাজী জাফর আলম ভুলু, উখিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, উখিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহাম্মদ, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তহিদুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর আলম নিশা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি আবদুল শুক্কুর, তাঁতীলীগ নেতা মোঃ ইসমাইল, ইদ্রিছ, বুজুরুছ মিয়া, রিদুয়ানুল হক ময়না, যুবলীগ নেতা মিশকাত শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, কলেজ ছাত্রলীগ নেতা কাশেম আলী মিলন প্রমূখ। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন বলেন, হত্যাকারীদের সাথে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর গভীর সখ্যতা রাখায় খুনিদের গ্রেফতার করছেনা। এখন ডিজিটাল যুগ। কে কি করছে সব খবর ফাঁস হয়ে যায়। প্রশাসন চাইলে খুনিদের গ্রেফতার করতে পারে। কিন্তু তারা রহস্যজন ভূমি পালন করায় খুনিরা পার পেয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, নিহত শাহিনের মায়ের কান্না থামাতে খুনিদের শিঘ্রই গ্রেফতার করুন। অন্যথায় নিহত শাহিন পরিষদের পক্ষ থেকে খুনিদের গ্রেফতার করে শায়েস্তা করা হবে।

##################

উখিয়ায় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ২ হাজার টাকা জরিমানা

ওমর ফারুক ইমরান, উখিয়া :::

বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ২ পরিবারকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা অর্থ জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী। গতকাল শনিবার বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকার নাছিমার পিতা নুরুল হককে ১ হাজার টাকা ও টাইপালং গ্রামের ছৈয়দ হোছনের ছেলে মোঃ সাইফুলকে ১ হাজার অর্থ জরিমানা করেন উপজেলা প্রশাসন। এলাকাবাসী সূত্রে জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের বটতলী এলাকার নুরুল হকের পালিত মেয়ে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নাছিমা আক্তারের সাথে টাইপালং এলাকার ছৈয়দ হোছনের পুত্র মোহাম্মদ সাইফুলের সাথে গোপনে বাল্য বিবাহ হওয়ার কথা ছিল। স্থানীয়রা প্রশাসনকে জানালে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা ও বরকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের কাছ থেকে কিশোর কিশোরীর পরিপুর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুছলেকা নিয়ে উভয় পরিবারকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত: