ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রামে ইয়াবাসহ নজরুল ইসলাম (৪৩) নামে বিজিবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে তিন হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার ভোরে চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার এসআই মনিরুল ইসলাম।

এসআই মনিরুল ইসলাম জানান, নজরুল ইসলাম বিজিবির কক্সবাজার জোনের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ন-২-এ কর্মরত ছিলেন। বুধবার ভোরে কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রাম হয়ে তিনি ফরিদপুরে বাড়িতে যাচ্ছিলেন।

চট্টগ্রাম শাহ আমানত সেতুর গোলচত্বরে আসার পর বাসটিতে তল্লাশির সময় তার কাছ থেকে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাকলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন।

পাঠকের মতামত: