ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

‘ইসি লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়েছে’ -রিজভী

image_150637_0নিউজ ডেস্ক ::

নির্বাচন কমিশন তাদের লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘ভোট ডাকাতির নির্বাচন’ আখ্যা দিয়ে তা বাতিল এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের একটি বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচনী সহিংসতায় শিশু নিহত হয়েছে। এই লজ্জা কার? পুলিশ ভোট দিচ্ছে। এই লজ্জা কার?

রিজভী বলেন, নির্বাচনব্যবস্থা অভিভাবকহীন হয়ে পড়েছে।

পাঠকের মতামত: