অনলাইন ডেস্ক ::
কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী শিরিন আক্তারকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর ভাটপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে শিরিন আক্তারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ কুমিল্লার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিরিন আক্তারকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর শাকতলাস্থ র্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।
উল্লেখ্য, জাসদের (আ.স.ম. আব্দুর রব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার। পাশাপাশি তিনি গত দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন।
পাঠকের মতামত: