ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ইউটিউবে ভিডিও দেখে মাসে ৩০ হাজার টাকা আয়!

dollar-_-_-_তথ্যপ্রযুক্তির যুগে বর্তমানে বিশ্ব মানুষের হাতে চলে এসেছে। এই তথ্যপ্রযুক্তির মাধ্যমে টাকা উপার্যনও সহজ হয়ে গেছে মানুষের কাছে। তাই বলে এতো সহজ! বেশ কিছু ইউটিউব চ্যানেলের ওয়েবসাইট রয়েছে যে সাইটগুলোতে ভিডিও দেখলেই টাকা দেবে চ্যানেল কর্তৃপক্ষ।

এলোমেলো নেট সার্ফিং কেবল অবসর সময় কাটানোর উপায় মাত্র বলে অনেকেই মনে করেন। কিন্তু বর্তমানে ইন্টারনেটে সময় কাটানো বেশ মোটা আয়ের রাস্তা হয়ে উঠতে পারে? শুধুমাত্র ফোনে বা ল্যাপটপে ইন্টারনেট ডাটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখার কাজটা করতে হবে। তাহলেই ইন্টারনেট সার্ফিং-এর মাধ্যমে মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারা যাবে।

ইউটিউবে আয়ের পরিমাণ আরও বাড়বে যদি ভিডিওর নীচে কোনো কমেন্ট বা সাজেশন রাখা যায়। অন্য বন্ধুবান্ধবদের যদি রেফার করা যায় তাহলেও পাওয়া যাবে অতিরিক্ত কমিশন।

টাকা আয় করার জন্য অনেকগুলো ওয়েবসাইটই রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো- পেড টু ইউটিউব (paid2youtube), সোয়্যাগবাকস (swagbucks), ইউ-কিউবজ (you-cubez), সাকসেসবাকস্ (Successbux), স্লাইডজয় (Slidejoy) ইত্যাদি। এগুলোর প্রত্যেকটিই আদপে পিটিসি (পেইড টু ক্লিক) সাইট।

এই সাইটগুলোতে বিজ্ঞাপনদাতারা প্রচুর বিজ্ঞাপন দেবেন ভিডিওর ফাঁকে ফাঁকে। সেগুলোতে শুধু ক্লিক করতে হবে। তা থেকেই পে প্যাল-এর মতো ভারচুয়াল ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

 

পাঠকের মতামত: