ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

‘আমি অত্যন্ত হতাশ’

অনলাইন ডেস্ক ::atorni

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া রায়ের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ‘রিইন্সটল’ হবে না। ফলে একটা শূন্যতা তৈরি হলো। কারণ বিচারক অপসারণ পদ্ধতি নিয়ে আর কোনও নির্দেশনা থাকলো না। আমি অত্যন্ত হতাশ ও দুঃখ পেয়েছি। বিচারকদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ আজ সকালে এ রায় ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সামরিক শাসক জিয়া অন্যায়ভাবে সংবিধান সংশোধন করেছিলেন, আমরা সামরিক শাসকদের এই অবৈধ সংশোধনীর অবসান চেয়েছিলাম।

পাঠকের মতামত: