ততৃীয় ধাপে অনুষ্টিত ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ ইউপির বিজয়ী নতুন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ আজ সকাল দশটায় আনুষ্টানিকভাবে শপথ নিচ্ছেন। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এদিন বারটি ইউনিয়নের নির্বাচিত ১২জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের ৩৬জন ও সাধারণ ওয়ার্ডের ১০৮জন সদস্য দুই দফায় শপথ নেবেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক মো.আলী হোসেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে চকরিয়ার ১২টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ শপথ নিচ্ছেন। সকাল দশটায় শপথ অনুষ্ঠানে প্রথম দফায় ছয় ইউনিয়নের জনপ্রতিনিধিরা শপথ নেবেন। দুপুর বারোটায় অনুষ্টিত হবে দ্বিতীয় দফার শপথ অনুষ্টান। এতে শপথ নেবেন অপর ছয় ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ।
গত ২৩এপ্রিল ততৃীয় ধাপে অনুষ্টিত নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একজন বিদ্রোহীসহ আওয়ামীলীগের ৭জন, বিএনপির ২জন, জামায়াতের (স্বতন্ত্র) ২জন ও জাতীয় পাটির (এরশাদ) সমর্থিত ১জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে অনুষ্টিত এ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডে ১২টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন ৩৬জন নারী ও সাধারণ ওয়ার্ডে ১০৮জন মেম্বার প্রার্থী।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ জসীম উদ্দিন, সাহারবিল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাতামুহুরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, কাকারা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান, হারবাং ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেন, বরইতলী ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান বিএনপির নেতা জালাল আহমদ সিকদার, বমুবিলছড়ি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান আবদুল মতলব, খুটাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আবদুর রহমান, লক্ষ্যারচর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা গোলাম মোস্তাফা কাইছার, ডুলাহাজারা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মো.নুরুল আমিন।
পাঠকের মতামত: