ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের জরুরি সভা চলছে

হাটহাজারী সংবাদদাতা :: চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশ’র এক জরুরি সভা আজ রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে।

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে হাটহাজারী ও বি-বাড়িয়াসহ সারাদেশে অন্তত ২০ জন হেফাজত কর্মী নিহত হয়েছেন।

তাদের ক্ষতিপূরণ দাবিসহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে এই সভায় আলোচনা হবে। এছাড়া সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে।

পাঠকের মতামত: