নিজস্ব প্রতিবেদক :: কলাতলীর বেইলি ব্রিজ হেলে পড়ায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সেতুর প্যানেলের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়। পরে কোনোরকমে যানবাহন চলাচল করলেও শুক্রবার রাতে ভারী ট্রাক নড়বড়ে সেতু অতিক্রম করার সময় দেবে যায়। এরপর থেকে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। ফলে সড়কের দুই পাশে পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে।
এই বিষয়ে সওজ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, আসন্ন ঈদের আগে যাতে হালকা যান চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদের পর ভারী যান চলাচলের জন্য প্রয়োজনীয় কাজ করা হবে। এ ছাড়া তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম, কক্সবাজার ও দোহাজারি ডিভিশনের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের ওপর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দেওয়া আছে। অনুমোদন পেলে নতুনভাবে উন্নয়ন কাজ শুরু করা হবে।
পাঠকের মতামত: