ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়া ও পেকুয়া উপজেলা হাসপাতালের জন্য

সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন তুরষ্কের রাষ্ট্রদূত

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের বিশেষ আমন্ত্রণে কক্সবাজার সফরে এসেছেন বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। রোববার (পহেলা নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত কক্সবাজারে এসে পৌঁছেন। পরে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় তুরস্কের সম্মানিত এম্বাসেডর স্থানীয় জনগোষ্ঠীর জন্য কক্সবাজারে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন খাত উন্নয়নের বিষয়ে তুরস্ক সরকারের পক্ষ হতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। নিজভূমি হতে বিতড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের পুনর্বাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক সরকার অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.শাহজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজ, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী এবং জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তা ও তুরস্ক হাইকমিশনের কর্মকর্তা, মাল্টি সার্ভিস ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাইর, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নসরুল কবির কায়েম নিহাদসহ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান শুভেচ্ছা হিসেবে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা সরকারি হাসপাতালের জন্য বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী উপহার দেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলম ওইসময় রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরানের হাত থেকে উপহার সমুহ গ্রহন করেন।

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন, উপহার হিসেবে ১০০০০ পিস সার্জিক্যাল মাস্ক, ২০০ পিস পিপিই এবং ২০০ পিস ৯৫ মাস্ক উপহার দেয়ার পাশাপাশি মান্যবর এম্বাসেডর আগামীতেও চকরিয়া-পেকুয়া উপজেলার জনগনের জন্য তুরস্ক সরকারের তরফথেকে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম আরো গতিশীল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। #

 

 

পাঠকের মতামত: