ঢাকা,বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরানোর পক্ষে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :::

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর পক্ষে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণভবনে কওমী মাদ্রাসার ওলামাদের সঙ্গে বৈঠকে তিনি এ মত দেন। তিনি বলেন, এখানে একটি বিষয় এসেছে আমাদের হাইকোর্টের সামনে গ্রিক থেমেসিসের এক মূর্তি লাগানো হয়েছে। সত্য কথা বলতে কি আমি নিজেও এটা পছন্দ করিনি। কারণ গ্রিক থেমেসিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে। এটাতো আমাদের দেশে আসার কথা না। আর গ্রিকদের পোষাক ছিল একরকম, সেখানে মূর্তি বানিয়ে তাকে আবার শাড়িও পরিয়ে দেয়া হয়েছে। এটাও একটা হাস্যকর ব্যাপার করা হয়েছে। এটা কেন করা হলো, কারা করলো, কিভাবে- আমি জানি না। ইতোমধ্যেই আমাদের প্রধান বিচারপতিকে আমি এই খবরটা দিয়েছি এবং খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে এ বিষয় নিয়ে বসবো। আলোচনা করবো এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি এটা এখানে থাকা উচিত নয়। ওই অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: