ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় শিবির ক্যাডারসহ গ্রেপ্তার ১৮

সাতকানিয়া প্রতিনিধি ::  চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের ঘোষিত একদিনের ব্লক রেইডে সাতকানিয়ায় শিবির ক্যাডারসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ব্লক রেইড চালিয়ে এসব আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সাতকানিয়া থানা পুলিশের দেয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা হলো দুর্ধর্ষ শিবির ক্যাডার চরতির সুইপুরা এলাকার নুর মোহাম্মদের পুত্র জাহেদুল ইসলাম (২৮), মাদক মামলার আসামি ছদাহা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ আমিন (২২), ছৈয়দাবাদ এলাকার মৃত মুখলেছুর রহমানের পুত্র মো.ইলিয়াছ (৫২), কেঁওচিয়ার মৃত মনির আহমদের পুত্র মো. মিজান (২৪),পটিয়া বাদামতলের মো. সিরাজ কামালের স্ত্রী জুলেখা আকতার (৪২),পরোয়ানাভুক্ত আসামি উত্তর ঢেমশার মৃত আমির হামজার পুত্র মো.ইছহাক (৪৩), দক্ষিণ ঢেমশার নুরুল ইসলামের পুত্র শাহি আরমান (৩০), বাজালিয়ার মাহফুজুল হকের পুত্র আরিফুল ইসলাম (৩০),একই ইউনিয়নের বড় দুয়ারার মো. সালামের পুত্র শামসু মিয়া (৪০), সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনার মৃত আবুল কাশেমের পুত্র মো. আলী (২৫), নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়ার হামিদুর রহমানের পুত্র মো. এনাম (৩০), খাগরিয়ার জেবর মুল্লকের পুত্র ওসমান মিয়া (৩৭), কালিয়াইশের কাজল জলদাশের স্ত্রী পূর্ণিমা রানী জলদাশ (৩৮), ছদাহা ছোট ঢেমশার মৃত আহমদুর রহমানের পুত্র মোস্তফা কামাল (৩২), মোকতার আহমদের পুত্র কায়সার হামিদ (২৮), উত্তর কাঞ্চনার জহুলাল নন্দীর পুত্র রাজেশ নন্দী অপু (৪০),সাতকানিয়া পৌরসভার ঘাটিয়া পাড়ার মৃত জসিম উদ্দিনের পুত্র মো. তানজির (২৫) ও খলিফা পাড়ার নুরুল হকের পুত্র মো. পারভেজ(২৮)। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, গ্রেপ্তারকৃতের মধ্যে জাহেদুল ইসলাম একজন দুর্ধর্ষ শিবির ক্যাডার। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদক মামলার আসামি রয়েছে ৪ জন। তাদের কাছ থেকে পার্বত্য জেলা বান্দরবান থেকে আনা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত অপর ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: