ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে চকরিয়ার সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

Chakaria Picture 24-05-2016চকরিয়া অফিস :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ভুট্টো বাহিনী কর্তৃক কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে চকরিয়ায় কমর্রত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় সাংবাদিক নেতারা বলেন, টেকনাফে সাংবাদিকদের উপর হামলাকারী শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী ভুট্টোসহ তার বাহিনীর লোকদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানায়। ইয়াবা ব্যবসায়ী ভুট্টো শুধু কক্সবাজারের সাংবাদিকদের নয়, পুরো দেশের সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চকরিয়ায় কমর্রত সাংবাদিকরা কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম, এম জাহেদ চৌধুরী, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, মিজবাউল হক, এস.এম হানিফ, এম.জিয়াবুল হক, মুহাম্মদ জিয়া উদ্দিন ফারুক, আবদুল মজিদ, জহিরুল আলম সাগর, জামাল হোছাইন, আলী হোসেন, এম.রায়হান চৌধুরী, এম.মনছুর আলম, অলিউল্লাহ রনি, এস.এম হান্নান শাহ, এম.মঞ্জুর আলম, শাহজালাল শাহেদ ও বাপ্পী শাহরিয়া।

পাঠকের মতামত: