ঢাকা: এখন আর দেশের কোনো মানুষই নিরাপদ নয় বলে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সব হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তাই ধরাছোঁয়ার বাইরে রয়েছে প্রকৃত খুনিরা।
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ শনিবার রাজধানীর গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া।
এ সরকারের আমলে কোনো সম্প্রদায়ের মানুষই নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, ব্যাংক লুটপাট, রিজার্ভ চুরি, বিদেশে অর্থপাচার, গুম-খুন আর দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সরকার।
খালেদা জিয়া বলেন, ‘এখন পর্যন্ত যত লোক হত্যা হয়েছে, একটাও কি ধরা পড়েছে? তার পেছনের কারণটা হলো, যে এরা সব তাদের দলীয় লোকজন। আওয়ামী লীগের যারা আছে, তাদের মধ্যেও হয়তো ভালো অনেকে আছে, তাদেরও বলতে হবে যে ভাই আসেন, আমরা তো বাংলাদেশি, যুদ্ধ করলাম, দেশটাকে স্বাধীন করলাম, এখন কি দেশটাকে ধ্বংস করব? আসেন, আপনাদের যারা এসব করতে চায়, তাদের সঙ্গে না থেকে আসুন আমরা যারা দেশটাকে ভালোবাসি, সকলে আমরা একসঙ্গে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার জন্য আমরা কাজ করি, এগিয়ে নিয়ে যাই।’
খালেদা জিয়া বলেন, সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রমাণ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই দেশে কোনো নির্বাচনের পরিবেশ আছে? বা নির্বাচন হয়েছে এটাকে নির্বাচন হওয়া বলবেন? এখন ওরা যেমন সবার সম্পত্তি দখল করছে, সম্পদের মালিক হচ্ছে। সকলের ভোটের অধিকার কেড়ে নিয়েও একলা থাকবে শুধু। আর কাউকে থাকতে দেবে না। কোনো দল থাকবে না, একলা থাকবে শুধু। এভাবেই তারা চলছে।’
ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে জনগণের কাছে বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক দল।
খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তাদের কী ভূমিকা ছিল? সেটাও তো নয়। তারা আবার রাজাকার বলে? মুক্তিযুদ্ধের সময় তো তারা স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পাই নাই। স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান। যুদ্ধ না করলে যোদ্ধা হয় নাকি? ফলে মুক্তিযোদ্ধা তারা নয়, মুক্তিযোদ্ধার দল হলো বিএনপি।’
ঘূর্ণিঝড় রোয়ানুতে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, কেন্দ্রীয় নেতা খন্দকার গোলাম আকবর, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সুমঙ্গল ভিক্ষু, সাচিং ভ্র জেরী, দয়ানন্দ ভিক্ষু, শান্তিরক্ষিত থের, সুশীল বড়ুয়া, চন্দ্রগুপ্ত বড়ুয়া, প্রবীণচন্দ্র চাকমা, সনত তালুকদার প্রমুখ।
- চকরিয়া পেকুয়ার প্রবাসিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
- চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত
- অক্টোবর মাসে ৪৫২ সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত, আহত ৮১৫ -যাত্রী কল্যাণ সমিতি
- বেঙ্গল ৯৯ – লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা
- কানাডায় স্ত্রী-সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!
- চকরিয়ায় উৎসবমুখর আমেজে নতুনকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- প্রধান নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের সন্তান এ এম এম নাসির উদ্দীন
- কক্সবাজারে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- কক্সবাজারে শঙ্কার মাঝেও বাণিজ্য মেলার অনুমতি, প্রধান সমন্বয়ক আ.লীগ নেতা!
- আওয়ামী শাসন আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে -রামু’তে জেলা জামায়ত আমীর
- চবি ছাত্রশিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
- কুতুবদিয়ায় আলোচিত ৪ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
- টেকনাফে সাবেক ওসি রনজিতের অবৈধ সম্পদ জব্দের আদেশ
- প্রধান নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের সন্তান এ এম এম নাসির উদ্দীন
- চকরিয়া উপজরলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরীর ইন্তেকাল
- চকরিয়ায় জেলা পরিষদের জায়গা থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ
- চকরিয়া পেকুয়ার প্রবাসিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
- চবি ছাত্রশিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
- কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রত্যাহার
- কক্সবাজারে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ
- জেলায় টিসিবির পণ্য পাচ্ছে ১ লাখ ১৫ হাজার পরিবার
পাঠকের মতামত: