ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শীতে ছিন্নমূল ও ভবঘুরে মানুষের মাঝে চকরিয়াতে মানব কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: তীব্র শীতে ছিন্নমূল ও ভবঘুরে মানুষের মাঝে চকরিয়াতে মানবিক সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) মধ্যরাতে চকরিয়া উপজেলার পৌরশহরে হেঁটে হেঁটে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে ও বসে থাকা দুস্থ,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি এইচ এম রুহুল কাদের, সাবেক সভাপতি আলহাজ্ব মো: আইয়ুব, সম্পাদক ইসফাতুল ইসলাম জিসান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদ হাসান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ হিজবুল্লাহ সহ সংগঠনের সদস্যবৃন্দরা।

এ সময় সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্যরা আরো বলেন, আমরা মানব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবসময় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করি। গত কয়েকদিন যাবত শীতের তীব্রতা অনেক বেশি। তাই গরীব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পাঠকের মতামত: