শাহবাগে সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা । প্রায় ২শতাধিক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য শাহবাগে ঘটনা নিয়ন্ত্রনে নিতে উপস্থিত রয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিক্ষোভ চলছে। তনু হত্যার বিচারের দাবীতে শাহবাগ চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।
এতে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারী-রেবসরকারী বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন। অপরদিকে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীর গাড়ি ঘটনাস্থলে রয়েছে।
নটরডেম কলেজের শিক্ষার্থাী বলেছেন , দেশে যে কোন হত্যা, যে কোন অন্যায় -অনিয়মে মাঠে নেমে অন্যায়ের প্রতিবাদ জানাতেন ঢাবি শিক্ষার্থীরা । আজ তারা নিরব ।
বাধ্য হয়েই আমরা স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। তনু হত্যার সঙ্গে জড়িত যেই হোক সরকারী দল, সেনাবাহিনীর লোকজন। তাদের বিচার না হওয়া পর্যন্ত এ বিক্ষোভ চলবে। সরকার আমাদের ওপর যতই আঘাত করুক বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
শিক্ষার্থীরা জানান, তাদের সঙ্গে রাজধানীর ৮টি স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন।অন্যান্য স্কুল -কলেজের শিক্ষার্থীও কর্মসূচিতে অংশগ্রহন করবেন বলে জানান। -বিডিসংবাদ
পাঠকের মতামত: