মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় আওয়ামী যুবলীগ সমাবেশ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউসে মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো: জহেদ উদ্দিনের সভাপতিত্বে বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শহর শাখা যুবলীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আ: রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. উমর ফারুখ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হোসাইন। একই দিন বিকেল তিনটায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, বান্দরবান জেলা স্বেচ্ছাবেক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। এ সময় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, জাতির জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্টির ভাগ্যেন্নয়নের পাশাপাশি দেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও শেখ হাসিনার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বান্দরবানে পরপর ৫ বার নির্বাচিত হয়ে এলাকায় সম্প্রীতির বন্ধন সুদৃড় করার পাশাপাশি বিস্তর উন্নয়ন করেন। দেশের জনগনের সাংবিধানিক অধিকার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠায় ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বীর বাহাদুরকে আবারো জয়ের মালা পরিয়ে দিতে লামাসহ বান্দরবানের সাত উপজেলা, দুই পৌরসভার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে।
পাঠকের মতামত: