ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লামায় ২০জন খামারীর মাঝে বিনামূল্যে ৬০টি ভেড়া বিতরন

xxxমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলায় হতদরিদ্র ২০জন খামারীর মাঝে বিনামূল্যে ৬০টি ভেড়া বিতরণ করেছে প্রাণী সম্পদ বিভাগ। প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের “সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেন্ট-বি) ২য় পর্যায় প্রকল্প” এর আওতায় ৬০টি ভেড়া প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী এ ভেড়া বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। এ সময় প্রাণী সম্পদ বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক এ.এইচ.এম মনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক হাবিবুর রহমান, বান্দরবান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরে আলম, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার শেখ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দারিদ্রতার অভিশাপ থেকে কলঙ্কমুক্ত হচ্ছে। গ্রাম অঞ্চলের তৃণমুল মানুষের সহায়তায় এগিয়ে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অনুন্নত অঞ্চলের গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে পশু বিতরণ, সুদ মুক্ত ঋণ বিতরণসহ উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়ন করছে প্রাণী সম্পদ বিভাগ। যাতে করে পাহাড়ে সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে।

সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আজ গরীব অসহায় মানুষের মাঝে ভেড়া ছাগল প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মাধ্যমে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে এমন প্রত্যাশা বাংলার প্রতিটি মানুষের। এ ব্যাপারে তিনি সর্বস্তরের মানুষকে সরকারী উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত: