ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় লাইনঝিরি ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলেতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৃথক খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুর্ণামেন্টে লাইনঝিরি সরকারি প্রাথমিক বনাম চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-০ গোলে লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে লামা আদর্শ সরকারি প্রাথমিক ও রাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতেও ১-০ গোলে লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, সাইফুল ইসলাম। শেষে বিদ্যালয় মাঠে সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। এতে প্রধান শিক্ষক নুরুল আবচার, মুজিবুর রহমান, রুহুল আমিন কুতুবী, সাজেদা ইসলাম, জাহেদ সরোয়ার, সহকারী আবু বকর ছিদ্দিক, পম্পি চক্রবর্তী, ক্যচিংমে মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
লামা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন বলেন, গত ১৫ মে সারা দেশের ন্যায় লামা উপজেলায়ও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলেতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়ে বুধবার সম্পন্ন হয়েছে। খেলায় পৌরসভার সবকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে অংশ গ্রহন করেছে।

পাঠকের মতামত: