ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

লামায় মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য রাখায় দোকানদারকে জরিমানা

ssssমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা বাজারের মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে আল মারুফ ষ্টোরকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার লামা বাজারের মেয়াদ উত্তির্ণ বিভিন্ন প্রকার বোতলজাত পানি, চিপ্স, আইসক্রিম বিক্রি ও রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, গোপন সূত্রে পাওয়া খবরে জানা যায়, আল মারুফ স্টোরে মেয়াদ উত্তীর্ণ প্রকার বোতলজাত পানি, চিপ্স, আইসক্রিম বিক্রি বিক্রয় হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়ায় ঐ দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য জনসমক্ষে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত পরিচালিত করা হবে।

পাঠকের মতামত: