ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

লামায় মিনিট্রাকের চাপায় শিশু নিহত

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামায় মিনি ট্রাকের (ডাম্পার) চাপা পড়ে উম্মে হাবিবা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে লামার ফাইতং ইউনিয়নের বড় মুসলিম পাড়ার মো. বেলাল এর মেয়ে। মঙ্গলবার (১৩ মার্চ) বেলা ১২টায় স্কুল হতে বাড়ি ফেরার পথে ফাইতং সড়কের অলির টেক নামক স্থানে ডাম্পার গাড়ির চাপা পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, উম্মে হাবিবা বড় মুসলিম পাড়া ইউনিসেফ এর পাড়া কেন্দ্রের লেখাপড়া করত। বিদ্যালয় ছুটি হলে বাড়ি ফেরার সময় রাস্তায় ইট পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পার গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ডাম্পার গাড়িটি বর্তমানে ফাইতং এমবিএম ব্রিকফিল্ড প্রোপাইটর- মহিউদ্দিন এর ইটভাটায় রয়েছে।

নিহতের পিতা মো. বেলাল কান্না জড়িত কন্ঠে বলেন, ফাইতং ইউনিয়নে ২৪টি ব্রিকফিল্ডের ইট পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকশত ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে এলাকার সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেনা। সারা এলাকা জুড়ে ধূলাবালি। প্রতিদিন ছোট ছোট অনেক দূর্ঘটনা ঘটছে। আজ তাদের বেপরোয়া গাড়ি চলানোর কারণে আমার অবুঝ মেয়েটি জীবন দিতে হল। আমি দোষীদের বিচার চাই।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হানিফ শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাইভার মো. রুবেল বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। গাড়িটি আটকের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: