ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় বুনো হাতির হামলায় নিহত ১

nihotPhoto 06.04.17মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে বুনোহাতির আক্রমণে তোতা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের হিমছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। তোতা মিয়া মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে কৃষক তোতা মিয়া বাড়ির পাশে হাতির পাল নেমেছে শুনে নিজের জমির ধান পাহারা দিতে যান। এ সময় বুনো হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

বন্যহাতির আক্রমণে কৃষক তোতা মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. লিয়াকত আলী বলেন, বুনো হাতি আচঁড়ে থেতলে মারে তোতা মিয়াকে। বিষয়টি মর্মান্তিক।

পাঠকের মতামত: