ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

লামায় বিএনপির ৩ নেতা-কর্মী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::
বান্দরবানের লামায় অভিযান চালিয়ে বিএনপি’র ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, লামা পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বুলবুল।
লামা উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার “জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার” রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। খালেদা জিয়ার সাজা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় দলের সিনিয়র নেতারা।
বিএনপি’র ৩ নেতা-কর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা লামা থানা হেফাজতে রয়েছে।

 

পাঠকের মতামত: