ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

লামায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করলেন ইউএনও

‍ুুুুুমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলা পরিষদের জায়গার উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুই দফায় এই অভিযান পরিচালনা করা হয়। লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ায় সকালে ও ৩নং ওয়ার্ড উপজেলা কোয়াটার সংলগ্ন টিএন্ডটি পাড়ায় বেলা ১টায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্রে জানা যায়, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কুটির শিল্প পাড়া এলাকায় সরকারী জেলখানা জায়গায় মোঃ খোরশেদ আলম নামে জনৈক ব্যাক্তি অবৈধ দখল করে দোকান নির্মাণ করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় ও একজনকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

অপরদিকে, উপজেলা পরিষদ সংলগ্ন টিএন্ডটি পাড়া এলাকায় পরিষদের জায়গায় মোঃ দুলাল দোকান নির্মাণ করে। বেলা ১টায় ইউএনও এর নেতৃত্বে উক্ত দোকান ঘরটি উচ্ছেদ করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, সরকারী জায়গায় অবৈধ দখলদারদের একইভাবে ধাপে ধাপে উচ্ছেদ করা হবে।

পাঠকের মতামত: