অনলাইন ডেস্ক ::
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মার্কিন সিনেটররা। সিনেটর জেফ ম্যার্কলি’র নেতৃত্বে সফররত মার্কিন প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাতকালে একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের রিপোর্টের ওপর গুরুত্বারোপ করেছেন।
মার্কিন সিনেটর বলেছেন, এই অপরাধ ও জাতিগত নিধনের নিন্দা জানানো উচিত প্রত্যেক দেশের। এই সংকটের সমাধান ও উদ্বাস্তুদের তাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সোচ্চার হতে হবে।
পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার সহযোগিতার প্রশংসা করেন সিনেটররা। তারা জানান, যুক্তরাষ্ট্র উদ্বাস্তু সমস্যা সমাধানে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সিনেটর ম্যার্কলি বলেন, তারা কক্সবাজারের শরণার্থী শিবিরে নির্যাতিতদের কাছ থেকে সরাসরি নিপীড়নের তথ্য সংগ্রহ করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মার্কিন সিনেটরদের বলেন, মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী।
পাঠকের মতামত: