সোয়েব সাঈদ, রামু :: রামু প্রেস ক্লাবের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় রামু প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালের কক্সবাজার এর প্রতিনিধি নীতিশ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাক এর রামু প্রতিনিধি, বিশিষ্ট ছড়াকার দর্পণ বড়–য়া। সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলানিউজ এর চট্টগ্রাম ব্যুরো চীফ ও রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তপন চক্রবর্তী এবং রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম।
দৈনিক আমাদের সময়, দৈনিক পূর্বদেশ ও দৈনিক কক্সবাজার এর প্রতিনিধি সোয়েব সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল ও দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি খালেদ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এইচ,বি পান্থ, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী এম আবদুল্লাহ আল মামুন, দৈনিক হিমছড়ি প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক আপনকন্ঠের প্রতিনিধি ও কক্সবাজার খবর টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক হাসান তারেক মুকিম প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সদ্য প্রয়াত সংবাদকর্মী (হকার) হারাধন বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়াও রামুর প্রয়াত কবি ও সাহিত্যিক আশীষ কুমার ও সাংবাদিক আবীর বড়–য়াকে সভায় শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেন। পরে সাংবাদিক নেতৃবৃন্দ ছড়াকার দর্পণ বড়–য়ার সৌজন্যে আয়োজিত নৈশভোজে অংশ নেন।
পাঠকের মতামত: